ট্রামস অ্যান্ড কন্ডিশন

. ভূমিকা

এই ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে আপনি নিম্নলিখিত শর্তাবলী মেনে নিতে সম্মত হচ্ছেন। যদি আপনি এসব শর্ত মানতে না চান, অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট ব্যবহার থেকে বিরত থাকুন।


. সাইট ব্যবহারের শর্ত

  • এই ওয়েবসাইটের সমস্ত কন্টেন্ট (লেখা, ছবি, লোগো, ডিজাইন ইত্যাদি) কদিমচিলান মাধ্যমিক বালিকা বিদ্যালয়-এর সম্পত্তি।
  • অনুমতি ছাড়া কোনো কন্টেন্ট কপি, পরিবর্তন বা পুনঃপ্রকাশ করা যাবে না।
  • ওয়েবসাইট ব্যবহার শুধুমাত্র আইনসঙ্গত নৈতিক উদ্দেশ্যে করতে হবে।

. তথ্যের সঠিকতা

আমরা ওয়েবসাইটের তথ্য হালনাগাদ রাখতে সচেষ্ট থাকলেও, কোনো তথ্যের ভুল বা অসম্পূর্ণতার জন্য বিদ্যালয় দায়ী থাকবে না।


. তৃতীয় পক্ষের লিংক

আমাদের ওয়েবসাইটে তৃতীয় পক্ষের ওয়েবসাইটের লিংক থাকতে পারে। এসব ওয়েবসাইটের কন্টেন্ট বা নীতিমালা আমাদের নিয়ন্ত্রণাধীন নয় এবং আমরা তার জন্য দায়ী নই।


. দায়বদ্ধতার সীমাবদ্ধতা

ওয়েবসাইট ব্যবহারের ফলে কোনো প্রকার সরাসরি বা পরোক্ষ ক্ষতির জন্য বিদ্যালয় দায়ী থাকবে না।


. নীতিমালা পরিবর্তন

বিদ্যালয় যে কোনো সময় এই শর্তাবলী পরিবর্তন করতে পারে। পরিবর্তনের পর ওয়েবসাইট ব্যবহার অব্যাহত রাখলে তা নতুন শর্তাবলী মেনে নেওয়া হিসেবে গণ্য হবে।


. যোগাযোগ

এই নীতিমালা সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন:
📞 ফোন: ০১৭৩৩১৫৪০৪২
📧 ইমেইল: kadimchilangs@gmail.com
🏫
ঠিকানা: কদিমচিলান মাধ্যমিক বালিকা বিদ্যালয়, লালপুর, নাটোর